গাংনীতে অটােভ্যান উল্টে শিশুসহ ৫জন আহত
মেহেরপুরের গাংনীতে পাখিভ্যান উল্টে শিশুসহ ৫ জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী-মেহেরপুর সড়কের গাংনী বনবিভাগের সামনে পাখিভ্যান উল্টে আহতের ঘটনা ঘটে।
আহতরা হলেন-গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের জামিরুল ইসলামের স্ত্রী লাইলী খাতুন (৪৫), তার শিশু পুত্র মােরসালিন (৪), গজারিয়া হেমায়েতপুর গ্রামের আইনাল হকের স্ত্রী রুপা খাতুন (৩৫), রুপার মেয়ে ইরিন (১৪) ও বাদিয়াপাড়া গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী লিনা খাতুন (৪৫)।
জানাগেছে, গাংনী উপজেলা শহর থেকে পাখিভ্যানযােগে শিশুসহ ৫ জন যাত্রী বাশঁবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। ভ্যানটি বনবিভাগের সামনে পৌঁছুলে, একটি কুকুর দ্রুত রাস্তা পারাবারের সময় অটােভ্যানের সাথে ধাক্কা লাগে। এসময় ভ্যানটি উল্টে গেলে যাত্রীরা আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে আহত লিনার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।