গাংনীতে অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার
মেহেরপুরের গাংনীতে মিজানুর রহমান নামের অজ্ঞান পর্টির এক সদস্যকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
আজ শনিবার সকালে গাংনীর বামুন্দি বাজারের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত মিজানুর রহমান (৩৫) বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সুদিন সর্দার পাড়া গ্রামের মৃত কোরায়েশ সর্দারের ছেলে।
পুলিশ জানায়, কুষ্টিয়ার দৌলতপুর থানার হোসেনাবাদ গ্রামের সাইফুল ইসলাম মোল্লার ছেলে মরিচ ব্যাবসায়ী জহুরুল ইসলামকে শ্যামলী পরিবহনে অচেতন নাশক ওষুধ দিয়ে তার সর্বস্ব ছিনিয়ে নেয়। এঘটনায় একটি মামলা দায়ের করেন জহুরুল ইসলাম। মামলার ভিত্তিতে গাংনী থানার এসআই মোস্তফা জামান তাকে গ্রেফতার করে শনিবার জেল হাজতে প্রেরণ করেছেন।
উল্লেখ্যঃ বৃহস্পতিবার সকালে হোসনেবাদ গ্রামের জহুরুল ইসলামকে গাংনী উপজেলার বাওট বাজারে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার ভোরে শ্যামলী পরিবহন থেকে তাকে নামিয়ে গাংনী উপজেলার বাওট বাজারে রেখে গেছে পরিবহনের লোকজন। মেহেরপুরের বিভিন্ন আড়ৎ থেকে মরিচ কিনে ঢাকায় নিয়ে যেতো সে। মরিচ কেনার জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার নিকট ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।