গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে বৃদ্ধ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:14 PM, 13 November 2020

মেহেরপুরের গাংনীর বামন্দীতে পশুর হাটে গরু কিনতে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে এখলাছ হক(৭০) নামের এক বৃদ্ধ কাছ থেকে২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে অজ্ঞান পার্টিরা।

আজ শুক্রবার দুপুরে বামন্দী পশু হাট এলাকায় এ ঘটনা ঘটে।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া বৃদ্ধ মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানান,অজ্ঞান অবস্থায় গাড়িতে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাহি ক্লিনিকে ভর্তি করি।

বামন্দী মাহি ক্লিনিক সূত্রে জানা যায়,অসুস্থ এখলাছের বাড়ি মেহেরপুর সদর উপজেলার হওয়ার কারণে তারা এখান থেকে রেফারড নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

 

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই,এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

আপনার মতামত লিখুন :