গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী
মেহেরপুরের গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন ১ মরিচ ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার বাওট বাজারে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয় লোকজন জানান,আজ বৃহস্প্রতিবার ভোরে শ্যামলী পরিবহন থেকে তাকে নামিয়ে বাওট বাজারে রেখে গেছে পরিবহনের লোকজন।
মরিচ ব্যবসায়ীর বাড়ি ঢাকা কালিয়াকৈর। তার নাম হাফিজুর রহমান, গুরু নামেও অনেক ব্যবসায়ীরা তাকে চেনে বলে জানিয়েছে এক ব্যবসায়ী। মেহেরপুরের বিভিন্ন আড়ৎ থেকে মরচি কিনে ঢাকায় নিয়ে যেত সে। মরিচ কেনার জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার নিকট ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।
এ সংবাদ লেখা পর্যন্ত সে অচেতন অবসবথায় বাওট বাজারেই পড়ে আছে।