গাংনীতে অগ্নিকান্ডে বসত বাড়ি ভস্মীভূত
মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় বসত বাড়ি ভস্মীভূত হয়েছে।এসময় নগদ টাকা,গম.ধান-চাউলসহ আনুমানিক দু’লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতি সাধিত হয়েছে।খবর শুনে বামন্দী ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘর পুড়ে ভস্মীভূত হয়।গত শনিবার দিবাগত মধ্যেরাতে আড়পাড়া গ্রামের মিয়ারুল ইসলামের ছেলে সুজন আলীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গৃহকর্তা সুজন আলী জানান আমি দুইদিন আগে স্ত্রীসহ পাশের গ্রামে শ্বশুর বাড়ি গিয়েছিলাম। রাতে বাড়িতে আগুন লেগেছে বলে প্রতিবেশীরা মোবাইলফোনে জানায়।রাতেই এসে দেখি ঘরে সুকেশের ডয়ারে রাখা নগদ১৭ হাজার টাকা,খাট-আলনা,ধান-গমসহ আনুমানিক ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে শেষ হয়ে গেছে।পাশাপাশি ঘর পুড়ে মাটির সাথে মিশে গেছে। বিদ্যুত লাইন থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।
¯’ানীয় ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামান জানান বাড়ি পুড়ে যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি গাংনী ইউএনও মহোদয়কে জানানো হয়েছে।