গাংনীতে অগ্নিকাণ্ডে দুই লক্ষাধিক টাকা ক্ষতি
মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামের আশারুল ইসলামের বসতবাড়িতে আগুন লেগে প্রায় ২লক্ষ দিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।গতকাল রবিবার(১৪-আগস্ট) রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক আসারুল ইসলাম জানান, অসাধারণ বসত চুলার আগুন থেকে ওই পাশে থাকা পাটকাঠি গাদাতে আগুন লেগে যায়। দ্রুত সময়ের মধ্যে সে আগুন বসতঘর সহ অন্যান্য স্থানের ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বামুন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত) ইছাহক হক আলী বিশ্বাস জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে,১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।