গাংনীতে অগ্নিকাণ্ডে কৃষকের ০৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:46 AM, 21 November 2020

মেহেরপুর গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের সাজি পাড়ায় অগ্নিকাণ্ডে দিনমজুর হাফিজুর রহমান(৫০)’র প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শনিবার ভোরে কয়লার আগুন থেকে এই অগ্নিকাণ্ড ঘটে জানিয়েছে তার পরিবার। দিনমজুর হাফিজুর রহমান সহড়াতলা গ্রামের সাজিপাড়ার হারুন রহমানের ছেলে।

হাফিজুর রহমানের ভাই মিজানুর রহমান জানান, হঠাৎ ঘুম ভেঙে আমরা দেখতে পাই গরুর গোয়ালে আগুন জ্বলছে। আমরা তড়িঘড়ি করে উঠে আগুন নেভানোর চেষ্টা করি,প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকান্ডে ০৩টি গরু,০২টি ছাগল সহ প্রায় ০৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো জানান,আমার ভাই দিন আনে দিন খায় তার একমাত্র সম্বল ছিল গরু ও ছাগল সেটি আজ কয়লার আগুনে পড়ে তার স্বপ্ন শেষ হয়ে গেছে। যদি সরকার ও হৃদয়বান ব্যক্তি আমার ভাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে সে আবার স্বাবলম্বী হতে পারব।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহ্-নেওয়াজ জানান,বিষয়টি আমার জানা নেই, যদি কেউ লিখিত আবেদন করে তাহলে সাহায্যের ব্যবস্থা করা হবে।

আপনার মতামত লিখুন :