গাংনীকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা


মেহেরপুরের গাংনী উপজেলাকে গৃহহীন ও ভুমিহীন ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্সুয়ালী যুক্ত হয়ে ৪টি প্রকল্পের উদ্বোধন কালে এ ঘোষণা দেন।
স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথী ছিলেন সাহিদুজ্জামান খোকন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- সাহারবাটিতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৪টি মাধ্যমিক বিদ্যালয় ভবন, ৯টি প্রাথমিক বিদ্যালয় ও ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রায়ন প্রকল্পের ১০ টি ঘর।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাংনীকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন।