খেলা যেমন মানুষের মনকে সুন্দর রাখে, তেমনি জীবনের চলার পথটা করে দেয় সুন্দর….ছাত্রলীগ সম্পাদক আসিফ ইকবাল অনিক

খেলা যেমন মানুষের মনকে সুন্দর রাখে, তেমনি জীবনের চলার পথটা করে দেয় সুন্দর….ছাত্রলীগ সম্পাদক আসিফ ইকবাল অনিক

শেয়ার করুন

আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অতুলনীয় বলেছেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক।

আজ মঙ্গলবার রাত ৮ টায় উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামে ব্যাডমিন্টন খেলার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, খেলা যেমন মানুষের মনকে সুন্দর রাখে, তেমনি জীবনের চলার পথটা করে দেয় সুন্দর। সুস্থ দেহ থাকলে, একটা সুস্থ মনও থাকবে।

বর্তমানে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি-মানুষের মন-মানসিকতা ও সমাজকে কলুষিত করে দিচ্ছে। এখান থেকে আমাদের যুব-সমাজকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।
চরগোয়ালগ্রাম সর্দার পাড়া যুবসংঘের আয়োজন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহজাহান আলি, মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বখতিয়ার হোসেন। এসময় মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশনের সভাপতি জামিরুল ইসলাম, নবীনলীগের সভাপতি তৌফিক আজিজ মুন্না, বামুন্দী ইউনিয়ন ছাত্রলীগের নেতা টিপু,সাইফ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শক এ খেলা উপভোগ করেন।

খেলাধুলা