খুলনা বিভাগের ১১টি উপজেলার নবনির্বাচিতদের শপথ গ্রহণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:46 PM, 12 June 2024

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খুলনা বিভাগের ১১টি উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে বুধবার ১২ জুন সকাল সাড়ে ১১টায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক মোঃ তবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ও শপথ বাক্য পাঠ করান, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।

এ সময় জনপ্রতিনিধিদের উদ্দেশ্য বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমে আপনাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে, সকল উন্নয়ন কর্মকাণ্ডে টেকসই পদ্ধতি অবলম্বন করতে হবে।

এছাড়া আপনার উপজেলাধীন চাকরিজীবীদের বেতন আপনার উপজেলার বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে।

অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের মাঝে বক্তব্য দেন, একাধারে তৃতীয় বারের মতো নির্বাচিত মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা প্রমূখ।

আপনার মতামত লিখুন :