খুলনা বিভাগের সেরা পুলিশ সুপার এস এম মুরাদ আলি
খুলনা বিভাগের সকল পুলিশ সুপারের মধ্য ১ম স্থান অর্জন করেছে মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি। গতকাল সোমবার(৮জুন) সকাল ১১টায় খুলনা রেঞ্জের মাসিক জুম কনফারেন্সে এ ঘোষনা দেওয়া দেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার)। এ সময় খুলনা রেঞ্জ মাসিক জুম কনফারেন্সে ১০ টি জেলার মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান, ওয়ারেন্ট তামিল, কুলুলেস মামলার তথ্য উদ্ঘাটনসহ গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি ও খুলনা রেঞ্জের আইন-শৃংখলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় ক্ষেত্রসমূহে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ড মূল্যায়ন প্রক্রিয়ায় খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপারদের মধ্যে মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি ১ম স্থান অধিকার করেন।
খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) এর সভাপতিত্বে এ সময় আরো যুক্ত ছিলেন অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) এ কে এম নাহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) মোঃ নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারসহ সিআইডি ও পিবিআই এর পুলিশ সুপারগণ।
এদিকে এ সাফল্য অর্জন করায় মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি জেলার সকল পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জনান। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশকে সহযোগিতা করায় মেহেরপুর জেলা বাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।