খানা খন্দে ভরপুর পীরগঞ্জের খেলার মাঠ, উদাসীন উপজেলা প্রশাসন ।

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:25 PM, 01 April 2021

রংপুরের পীরগঞ্জ উপজেলার পৌরসভায় অবস্থিত
শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা ও শরীরচর্চার একমাত্র প্রাণকেন্দ্র পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ। কিন্তু মাঠটিতে দুই সপ্তাহ ধরে কোনো খেলাধুলা নেই। উল্টো মাঠ খোঁড়াখুঁড়ি করে পীরগঞ্জ উপজেলা প্রশাসন উন্নয়ন মেলা বসিয়েছিলো মেলা আয়োজনের শেষে খানা খন্দে ভরে আছে একটিমাত্র খেলার মাঠটি । পীরগঞ্জ ফুটবল একাডেমির এই মাঠ থেকেই বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে ফুটবলে নেতৃত্ব দিয়ে আসছে বেশ ক’জন ভালোমানের ফুটবলার । এদের মধ্য হতে গত বছরে সারা বাংলাদেশের মধ্যে থেকে ৪ ফুটবলার ব্রাজিলে প্রশিক্ষণের জন্য গিয়েছিলো। ৪ ফুটবলারের মধ্যে পীরগঞ্জের একজন সদস্য ছিলো নাজমুল আকন্দ নামে সে এখন ঢাকার স্বনামধন্য ফুটবল ক্লাব আরামবাগে খেলছেন । আরো ক’জন ভালো ফুটবলার আছে তারা ঢাকার স্বনামধন্য ফুটবল ক্লাবে খেলছেন তাদের মধ্যে অন্যতম ফুয়াদ হাসান, সোহেল, আরমান, সুমন, মনির, লিওনসহ আরো অনেকে । যে মাঠ থেকে ফুটবলের এতো সাফল্য, সেই মাঠ আজ খানা খন্দে ভরপুর । কয়েকদিন পূর্বে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলা বসেছিলো মাঠটিতে মেলা শেষ হওয়ার পর মাঠে পরিত্যক্ত ময়লা আবর্জনার স্তূপ হয়ে আছে। আর দোকানীরা ভালো মাঠটি খুড়ে গর্তে পরিনত করেছেন। সেই গর্তগুলো হওয়ায় পীরগঞ্জের আঞ্চলিক ফুটবল তৈরির একমাত্র একাডেমি পীরগঞ্জ ফুটবল একাডেমির ছাত্ররা এই মাঠে নিয়মিত অনুশীলন করতে পারছেনা । আর এই উদাসীনতার কারণেই একাডেমির ছাত্রদের নিয়মিত অনুশীলনে বড় বাঁধা হয়ে দাড়িয়েছে মাঠটি । উপজেলা প্রশাসন প্রতিবছরেই বিভিন্ন অনুষ্ঠান করে মাঠটি খানা খন্দে ভরে রাখে। তার ব্যতিক্রম হয়নি এই বছরেও । উপজেলা প্রশাসন তাদের কাজ শেষে মাটটিকে খেলার অনুপযোগী করে রেখেছেন । মাঠের এমন অবস্থার কথা পীরগঞ্জ ফুটবল একাডেমির পরিচালক মাহমুদুল হাসান সোহেলের কাছ থেকে জানতে গেলে তিনি বলেন যে এই ফুটবল একাডেমিটি আমার একার না সকলের সহযোগিতা নিয়ে আজ একাডেমিটা হাটি হাটি পা পা করে পথ চলছে । এখানে শুধু এই বছর না প্রতি বছরই উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে । আয়োজন শেষ করে তারা এই সুস্থ মাঠটিকে অসুস্থ মাঠে পরিনত করে উপজেলা প্রশাসন। আমার ফুটবল একাডেমির ছাত্ররা তা নিজ খরচে মাঠটি আবার সুস্থতায় ফিরে এনে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলে । তবে আমাদের উপজেলা প্রশাসনের উচিত ছিলো যে কোনো অনুষ্ঠান শেষ হবার পর তা মেরামত করে আমাদের খেলার মাঠটি খেলার উপযোগী করে দেয়ার । তাহলে আমার একাডেমির খেলোয়াড়রাসহ খেলাধুলা প্রেমীরা সকলেই খুশি হতো ।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি ।

আপনার মতামত লিখুন :