খাদ্য সহায়তা নিয়ে বাড়িতে বাড়িতে হাজির পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন
করোনা পজিটিভ হয়ে পরিবার-পরিজন নিয়ে অভাব অনটনে রয়েছেন এমন মেসেজ পেয়ে আরো পাঁচটি পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তাসহ নগদ অর্থ পৌঁছে দিয়েছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
আজ বৃহস্পতিবার(২৪জুন) দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন পৌর এলাকার ক্যাশবপাড়ায় করোনায় আক্রান্ত পাঁচটি পরিবারকে ১০ দিনের খাবার সহ ওষুধ কেনার জন্য নগদ অর্থ প্রদান করেছেন।
করোনা পজিটিভ রিপোর্ট আসা পরিবারগুলোকে লকডাউন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। করোনা আক্রান্ত ওই পরিবারের সদস্যরা পৌরসভার সেবাই ফোন করার পর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ওই বাড়ি গুলোতে উপস্থিত হয়ে চাল, সুজি, তেল, ডাল, লবন, চিনিসহ নগদ অর্থ তুলে দিলেন।