কোন কোন পৌরসভায় ডিসেম্বরে নির্বাচন তার তালিকা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:30 AM, 26 August 2020

দেশের ২৩৪ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হতে পারে আগামী ডিসেম্বরেই। নির্বাচন কমিশন (ইসি) ডিসেম্বরকে মাথায় রেখেই প্রস্তুতি নিয়ে এগুচ্ছে। এই লক্ষ্যে ইসি সচিবালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কমিশন। রোববার অনুষ্ঠিত কমিশন সভায় এই নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা যায়, ওই সভায় পৌরসভা নির্বাচনের বিষয়টি এজেন্ডাভুক্ত না হলেও বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং পৌরসভাগুলোর নির্বাচনের সময় হওয়ায় নভেম্বর-ডিসেম্বরে সাধারণ নির্বাচন আয়োজনে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১০ আগস্টের কমিশন সভায়ও একই ধরনের সিদ্ধান্ত হয়।

যে ২৩৪টি পৌরসভায় ভোটের চিন্তা ইসির:নির্বাচন কমিশন দেশের ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণের চিন্তা করছে। তবে এই সংখ্যা কম বা বেশিও হতে পারে। যেসব পৌরসভায় ভোট অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে সেগুলো হলো, টাঙ্গাইল সদর, ধনবাড়ী, মধুপুর, মির্জাপুর, ভুঞাপুর, সখিপুর, গোপালপুর, কালীহাতি, জামালপুর সদর, সরিষাবাড়ী, মেলান্দহ, ইসলামপুর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, শেরপুর সদর, নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী।

ময়মনসিংহের মুক্তাগাছা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ,ত্রিশাল, ভালুকা, গফরগাঁও, নান্দাইল, ফুলপুর, ফুলবাড়িয়া, নেত্রকোনা সদর, মদন, মোহনগঞ্জ, দুর্গাপুর, কেন্দুয়া, কিশোরগঞ্জ সদর, কুলিয়ারচর, হোসেনপুর, কটিয়াদী, বাজিতপুর, ভৈরব, করিমগঞ্জ, মানিকগঞ্জ সদর, সিংগাইর, মুন্সীগঞ্জ সদর, মিরকাদিম, ঢাকার ধামরাই, সাভার, নরসিংদী সদর, মাধবদী, মনোহরদী, নারায়ণগঞ্জের সোনারগাঁ, তারাবো, রাজবাড়ী সদর, পাংশা, গোয়ালন্দ, ফরিদপুরের বোয়ালমারী, নগরকান্দা, গোপালগঞ্জ সদর, টুঙ্গীপাড়া, মাদারীপুর সদর, কালকিনি, শিবচর, শরীয়তপুর সদর, নড়িয়া, ডামুড্যা, জাজিরা, ভেদরগঞ্জ পৌরসভা।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কুমিল্লার চান্দিনা, লাকসাম, দাউদকান্দি, বরুড়া, চৌদ্দগ্রাম, হোমনা, চাঁদপুরের হাজীগঞ্জ, ছেংগারচর, ফরিদগঞ্জ, কচুয়া, মতলব, ফেনী সদর, দাগনভুইঞা, পরশুরাম, নোয়াখালীর বসুরহাট, চৌমুহনী, হাতিয়া, চাটখিল, লক্ষ্মীপুরের রামগঞ্জ, রামগতি, রায়পুর, চট্টগ্রামের সন্দীপ, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, মীরসরাই, বারাইয়ারহাট, পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ডু, খাগড়াছড়ি সদর, মাটিরাঙা, রাঙামাটি সদর, বান্দরবান সদর ও লামা পৌরসভা।

মেহেরপুরের গাংনী, কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা, কুমারখালী, খোকসা, খুলনার পাইকগাছা, দাকোপের চালনা, চুয়াডাংগা সদর, দর্শনা, জীবননগর, আলমডাঙ্গা, ঝিনাইদহের কোটচাঁদপুর, মহেশপুর, হরিণাকুণ্ডু, শৈলকূপা, যশোর সদর, নওয়াপাড়া, মনিরামপুর, বাঘারপাড়া, চৌগাছা, কেশবপুর, নড়াইল সদর, কালিয়া, বাগেরহাট সদর, মোড়েলগঞ্জ, মাগুরা সদর, সাতক্ষীরা সদর ও কলারোয়া পৌরসভা।

চাঁপাইনবাবগঞ্জ সদর, রহনপুর, শিবগঞ্জ, নাচোল, জয়পুরহাট সদর, আক্কেলপুর, কালাই, নওগাঁ সদর, নজিপুর, নাটোর সদর, সিংড়া, বড়াইগ্রাম, নলডাঙ্গা, গোপালপুর, গুরুদাসপুর, পাবনা সদর, ভাঙ্গুড়া, ঈশ্বরদী, চাটমোহর, সাঁথিয়া, সুজানগর, ফরিদপুর, বগুড়া সদর, শেরপুর, সারিয়াকন্দি, গাবতলী, সান্তাহার, কাহালু, ধুনট, নন্দীগ্রাম, শিবগঞ্জ, রাজশাহী জেলার কাঁকনহাট, আড়ানী, মুন্ডুমালা, কেশরহাট, গোদাগাড়ী, তাহেরপুর, ভবানীগঞ্জ, তানোর, কাটাখালী, চারঘাট, দুর্গাপুর, পুঠিয়া, নওহাটা, সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ, বেলকুচি ও কাজিপুর পৌরসভা।

ঝালকাঠির নলছিটি, পিরোজপুর সদর, স্বরূপকাঠি, পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা, বরগুনা সদর, বেতাগী, পাথরঘাটা, বরিশালের মুলাদী, গৌরনদী, মেহেন্দীগঞ্জ, বানারীপাড়া, বাকেরগঞ্জ, উজিরপুর, ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান।

সুনামগঞ্জ সদর, ছাতক, জগন্নাথপুর, দিরাই, সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, গোলাপগঞ্জ, মৌলভীবাজার সদর, কমলগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ পৌরসভা।

কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, উলিপুর, গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, পঞ্চগড় সদর, ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রানীশংকৈল, দিনাজপুর সদর, ফুলবাড়ী, বীরগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, নীলফামারী জেলার সৈয়দপুর, জলঢাকা, পঞ্চগড় সদর, রংপুরের বদরগঞ্জ, লালমনিরহাট সদর ও পাটগ্রাম পৌরসভা।

 

His list of December elections in some municipalities

Rabbi Ahmed:Voting may be held in 234 municipalities of the country next December. The Election Commission (EC) is making preparations with December in mind. The commission has given necessary instructions to the EC secretariat for this purpose. It is learned that this instruction was given at the commission meeting held on Sunday.

According to meeting sources, the issue of municipal elections was not on the agenda at the meeting but the issue was discussed and a policy decision was taken to hold general elections in November-December as it was time for municipal elections. Earlier, a similar decision was taken at the commission meeting on August 10.

EC thinks of voting in 234 municipalities: Election Commission is thinking of voting in 234 municipalities of the country. However, this number may be more or less. The polling stations are Tangail Sadar, Dhanbari, Madhupur, Mirzapur, Bhunapur, Sakhipur, Gopalpur, Kalihati, Jamalpur Sadar, Sarishabari, Melandah, Islampur, Madarganj, Dewangar, Nakla.

Muktagachha of Mymensingh, Gauripur, Ishwarganj, Trishal, Bhaluka, Gafargaon, Nandail, Phulpur, Fulbaria, Netrokona Sadar, Madan, Mohanganj, Durgapur, Kendua, Kishoreganj Sadar, Kuliarchar, Hossainpur, Kariadi, Manjigar, Katiadi Munshiganj Sadar, Mirkadim, Dhaka Dhamrai, Savar, Narsingdi Sadar, Madhabadi, Manohardi, Narayanganj’s Sonargaon, Tarabo, Rajbari Sadar, Pangsha, Goalanda, Faridpur’s Boalmari, Nagarkanda, Gopalpur Sadar, Tungipara, Sharpur , Damudya, Jajira, Vedharganj Municipality.

Akhaura of Brahmanbaria, Chandina, Laksam, Daudkandi of Comilla, Baruda, Chauddagram, Homna, Hajiganj of Chandpur, Chhengarchar, Faridganj, Kachua, Matlab, Feni Sadar, Daganbhuina, Parshuram, Noakhalim. Sandip, Banshkhali, Chandnaish, Satkania, Mirsarai, Baraiarhat, Patia, Raozan, Rangunia, Sitakundu, Khagrachhari Sadar, Matiranga, Rangamati Sadar, Bandarban Sadar and Lama municipalities of Chittagong.

Gangni of Meherpur, Kushtia Sadar, Mirpur, Bheramara, Kumarkhali, Paikgachha of Khulna, Chakna of Dakop, Chuadanga Sadar, Darshana, Jivannagar, Alamdanga, Kotchandpur of Jhenaidah, Maheshpur, Harinakunda, Shailkupa, Shailkupa. , Narail Sadar, Kalia, Bagerhat Sadar, Morelganj, Magura Sadar, Satkhira Sadar and Kalaroa municipalities.

Chapainawabganj Sadar, Rahanpur, Shibganj, Nachol, Joypurhat Sadar, Akkelpur, Kalai, Naogaon Sadar, Nazipur, Natore Sadar, Singra, Baraigram, Naldanga, Gopalpur, Gurudaspur, Pabna Sadar, Bhangura, Ishwardi, Chatmohar, Santhagar, Santhia Sadar, Sherpur, Sariakandi, Gabtali, Santahar, Kahalu, Dhunat, Nandigram, Shibganj, Rajshahi District Kankanhat, Arani, Mundumala, Kesharhat, Godagari, Taherpur, Bhabaniganj, Tanore, Katakhali, Charghat, Siraghat, Durgapur, , Ullapara, Raiganj, Belkuchi and Kazipur municipalities.

Nalchiti of Jhalokati, Pirojpur Sadar, Swarupkathi, Kalapara of Patuakhali, Kuakata, Barguna Sadar, Betagi, Patharghata, Muladi of Barisal, Gournadi, Mehendiganj, Banaripara, Bakerganj, Uzirpur, Bhola Sadar, Borhan.

Sunamganj Sadar, Chhatak, Jagannathpur, Dirai, Zakiganj of Sylhet, Kanaighat, Golapganj, Moulvibazar Sadar, Kamalganj, Kulaura, Baralekha, Habiganj Sadar, Nabiganj, Chunarughat, Madhabpur and Shayestaganj municipalities.

Kurigram Sadar, Nageshwari, Ulipur, Gaibandha Sadar, Gobindganj, Sundarganj, Panchagarh Sadar, Thakurgaon Sadar, Pirganj, Ranishankail, Dinajpur Sadar, Fulbari, Birganj, Birampur, Hakimpur, Nilphamari District Syedpur, Jaldhaka, Panchagarh Sadar, Patgram Municipality.

আপনার মতামত লিখুন :