কু‌ড়িগ্রামে দেড় বছর পর সরকারি কলেজ ক্যাম্পাসে ‘জয় বাংলা’ স্লোগা‌ন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:38 PM, 12 September 2021

দীর্ঘ দেড় বছর পর ‌শিক্ষা প্রতিষ্ঠানগুলো‌র দ্বার খুললো রবিবার (১২ সেপ্টেম্বর)। প্রথমদিন থেকেই শিক্ষার্থী‌দের সরব উপ‌স্থি‌তি‌ চোখে পড়েছে। করোনাকালে শিক্ষা কার্যক্রমের পাশাপা‌শি ক্যাম্পাসে রাজ‌নৈ‌তিক কর্মকাণ্ডও স্থ‌বির ছিল। শিক্ষা প্রতিষ্ঠান খু‌লে দি‌য়ে শারী‌রিক উপ‌স্থি‌তি‌তে পাঠ কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে রাজ‌নৈ‌তিক স্লোগানেও মুখ‌রিত হ‌য়েছে ক্যাম্পাস। দেড় বছর বির‌তির পর কু‌ড়িগ্রাম সরকা‌রি ক‌লেজ ক্যাম্পাস মুখ‌রিত হ‌য় ‘জয় বাংলা’ স্লোগা‌নে।

বেলা ১১ টায় কু‌ড়িগ্রাম সরকা‌রি ক‌লেজ ক্যাম্পাসে গি‌য়ে দেখা যায়, শারী‌রিক উপ‌স্থি‌তি‌তে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান চল‌ছে। শিক্ষার্থী‌দের মু‌খে মাস্ক থাক‌লেও সব শ্রেণিক‌ক্ষে স্বাস্থ্যবি‌ধি মানা হয়‌নি। বে‌শিরভাগ শ্রেণিক‌ক্ষে সামা‌জিক দূর‌ত্বের বালাই ছিল না।

সোয়া ১১ টায় হঠাৎ ক‌রেই ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল শুরু করেন। মি‌ছিল‌টি পু‌রো ক্যাম্পাস প্রদ‌ক্ষিণ ক‌রে শহীদ মিনা‌রের সাম‌নে এসে শেষ হয়। প‌রে সেখা‌নে সং‌ক্ষিপ্ত সমা‌বেশ ক‌রে ছাত্রলীগ। সমা‌বে‌শে বক্তব্য রা‌খেন ছাত্রলীগ নেতা মে‌হেদী হাসান, বিপাশ হো‌সেন, সোলায়মান গাদ্দা‌ফি, বিদ‌্যুৎ, বিন্দু প্রমুখ।

বক্তারা ক‌রোনা মোকা‌বিলায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার গৃহীত কার্যক্রমের প্রশংসা ক‌রেন। দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খু‌লে দেওয়ার সিদ্ধান্ত‌কে সাধবাদ জানান তারা।

প্রসঙ্গত, করোনা প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে দেশের সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সংক্রমণ কিছুটা কমে আসায় প্রথম ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ থেকে। শারীরিক উপস্থিতিতে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য আগে থেকেই শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করার নির্দেশনা ছিল। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :