কুয়াকাটা ভ্রমণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের ২ যুবক নিহত
কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে ফেরার পথে মেহেরপুরের ২যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহতরা হলেন- সদর উপজেলার বাড়িবাকা গ্রামের নিজাম উদ্দীনে ছেলে আসিফ(২০) ও শহরের গোরস্থান পাড়ার তারেকের ছেলে টিটন(২৭)। শুক্রবার(০৬মে) ভোরে মাদারীপুরে ব্রিজে এ ঘটনা ঘটে।
নিহতদের পরিবার সূত্রে জানাযায়,ঈদের দ্বিতীয় দিন কয়েকজন মিলে বাইক করে ঘুরতে যায় কুয়াকাটা । ওখানে ঘোরাঘুরি করে শুক্রবার ভোরে তারা রওনা দেয় মেহেরপুরের উদ্দেশ্যে।
মেহেরপুর আসার পথে মাদারীপুর ব্রিজের সাথে ধাক্কা খেয়ে ব্রিজের নিচে পড়ে গিয়ে ঘটনা স্থলেই আসিফ মারা যায় এবং টিটন কে মাগুরা হসপিটালে নিয়ে গেলে ফরিদপুর জেনারেল হাসপাতালে রের্ফাড করা হয় এসময় ফরিদপুর জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক টিটন কে মৃত জানায়।
নিহত টিটন পেশায় মেহেরপুর সদর উপজেলার গোরস্থান পাড়া জামে মসজিদের পেশ ইমাম ও আসিফ মেহেরপুর হোটেল বাজার এলাকায় ফকিরের দোকানের কর্মচারী।