কুড়িগ্রামে ধরলায় ধরা পড়া এক বাঘাইড় কিনলেন ৫২ জন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:48 PM, 14 June 2021

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে ৫২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (১৪ জুন) দুপুরে কাকিনা বাজারে মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

স্থানীয়রা জানান, কুড়িগ্রামের ধরলা নদীতে স্থানীয় জেলেদের জালে আটকা পড়েছে ৫২ কেজি ওজনের বাঘাইড় মাছটি । মাছটি বিক্রি করতে ওই জেলেরা লালমনিরহাটের কাকিনা বাজারে এলে উৎসুক জনতা ভিঁড় জমায়।

মাছটি বিক্রিতে একক কোনো ক্রেতা না পেয়ে স্থানীয়দের অনুরোধে জেলেরা মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন। স্থানীয় ৫২ জন ক্রেতা ২৬ হাজার টাকা দিয়ে মাছটি ক্রয় করেন।

কাকিনা বাজারের ব্যবসায়ী মোস্তাফিজার রহমান বলেন, কুড়িগ্রামের জেলেরা মাছটি ধরলা নদী থেকে ধরে কাকিনা বাজারে বিক্রি করতে আসেন। এ সময় স্থানীয় জনতা ও বাজারের ব্যবসায়ীরা সম্মিলিত ভাবে ৫০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।

আপনার মতামত লিখুন :