কুড়িগ্রামে চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম পরিদর্শনে গণশিক্ষা প্রতিমন্ত্রী

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:12 PM, 22 September 2021

বন্যার পানি নেমে যাওয়ার পর কুড়িগ্রামের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বুধবার দুপুরে চিলমারী উপজেলার চরাঞ্চলের কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মোজাহেদুল ইসলাম।

পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ সময় পর বিদ্যালয় খোলায় গত কয়েকদিন ধরে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বিদ্যালয় পরিদর্শন করে আসছি।

বুধবার জেলার চিলমারী উপজেলার চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করে বেশ কিছু শিক্ষক অনুপস্থিতসহ শিক্ষা কর্মকর্তাদের গাফিলতি চোখে পড়ে। এসব ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :