কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় একটি দিন।
১৯৭৫ সালের এ দিনে সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়।স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করে দিনটি। তবে এবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রলীগের উদ্দোগে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়েছে ।
শোকাবহ এই দিনে যথাযোগ্য মর্যাদায় আজ সকাল ১০.০০ টায় কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রলীগ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ স্বপন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম লিমন, সাংগাঠনিক সম্পাদক মোঃ মাহাফুজুর রহমান শাওন, এবং সাংগাঠনিক সম্পাদক মোঃ ফেরদৌস সহ অন্যান্য নেতৃবৃন্দ।