কুষ্টিয়া মিরপুরের বহল বাড়িয়ার ৮ মাইল নামক স্থানে কুষ্টিয়া – ভেড়ামারা মহাসড়কে যাত্রীবাহি বাস দূর্ঘটনার কবলে, স্থানীয় সূত্রে জানা যায় আজ বেলা আনুমানিক ৬.০০ ঘটিকার সময় মহিষকুন্ডী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী মাহিম পরিবহন উক্ত স্থানে পৌছালে দূর্ঘটনার কবলে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে উক্ত দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে নাই।