কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আউটডোরের চিকিৎসা চলবে ডায়াবেটিক হাসপাতালে
করোনা রোগীর চাপ সামাল দিতে হিমশিম পোহাচ্ছেন ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। করোনা রোগীর চাপ এতটায় তীব্র এই হাসপাতালে করোনা ছাড়া অন্য কোনো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
ইতিমধ্যে পুরো হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। এদিকে হাসপাতালে আগত অনান্য রোগীদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে সোমবার থেকে কুষ্টিয়া সদর আসনের সাংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের পরামর্শক্রমে পার্শ্ববর্তি কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি ও মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আউটডোরের রোগী দেখার কার্যক্রম শুরু হয়েছে।
সেই সাথে কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতালের ওয়ার্ডের রোগী ভর্তিও ব্যবস্থা করা হয়েছে। এর আগে ১৩ দিন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আউটডোরের রোগী দেখা বন্ধ ছিলো। করোনাকলীন এই দুর্যোগে চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় এজন্য সহযোগীতার হাত বারিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করেছেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি ও মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে সভাপতি মতিউর রহমান লাল্টু ও সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান টর্লিন।
হাসপাতালের সভাপতি মতিউর রহমান লাল্টু বলেন, কুষ্টিয়া সদর আসনের সাংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের পরামর্শক্রমে এই কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, চিকিৎসা সেবা দিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসক ও নার্সরাও সহযোগীতা করবে।