কুষ্টিয়ায় স্বামীর হাতুড়ির আঘাতে আহত স্ত্রীর মৃত্যু
কুষ্টিয়ায় স্বামীর হাতুড়ি আঘাতে পলি খাতুন(২৫)নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পলি খাতুন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়ের পুর গ্রামের সাবেক গ্রামপুলিশ আইয়ুব আলীর ছেলে আবু বক্কর এর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ০২ জুন বিকেলে পারিবারিক বিষয় নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বাগ-বাকবিতণ্ডা হয়। পরে রাত ২টার দিকে পলি ঘুমিয়ে পড়লে তার স্বামী আবু বক্কর ঘুমন্ত অবস্থায় একাধিকবার লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে।
এতে গুরুতর জখম হয় সে। এসময় তাদের ছেলে চিৎকার করলে আবু বক্কর পলিকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
মিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এএসআই সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার পর থেকে অভিযুক্ত আবু বক্কর পলাতক রয়েছে।