কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হেরোইন সহ আটক ১

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:39 PM, 08 April 2021

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ০৮ এপ্রিল ২০২১ ইং তারিখ সময় ১৯.৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ হরিশংকরপুর আলী ইমাম লেন সংলগ্ন জনৈক মোঃ ওহাব শেখের বাড়ী সামনে পাকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রোইন-০২ গ্রাম, যাহার আনুমানিক মুল্য অনুমান ,৬০০০/-(ছয় হাজার) টাকা, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০২টি, সহ ০১ জন আসামী মোঃ রবিউল ইসলাম @ রতন (৪০), পিতা-মৃত মোহাম্মদ আলী শেখ, সাং-হরিশংকরপুর, থানা-সদর, জেলা-কুষ্টিয়া করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :