কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার
শাহীন আলম লিটনঃকুষ্টিয়ার মিরপুরে নজরুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নজরুল মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান গ্রামের সোলেমান হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সকালে স্থানীয় লোকজন ওই যুবকের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।