কুষ্টিয়ায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
শাহীন আলম লিটনঃকুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের নওদাপাড়ায় বাসের ধাক্কায় লিটন হোসেন (৩৫) নামে পাখিভ্যানের (ব্যাটারিচালিত ভ্যান) এক চালক নিহত হয়েছেন। এছাড়া নাইম (২৫) ও মিলন (৩৫) নামে ভ্যানের দুই যাত্রী মারাত্বক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মে) বেলা পৌনে ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার নওদাপাড়া ব্রীজের ওপরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই চালক মারা যান।
আর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নিহত লিটন হোসেন মিরপুর উপজেলা আমলা ইউনিয়নের চৌদুয়ার বাজারপাড়া এলাকার আবু তালেবের ছেলে।
আহতরা হলেন-মিরপুর উপজেলার আমলা বাজার এলাকার মহিদুল ইসলামের ছেলে নাইম (২৫) ও আবু ওয়াহেদের ছেলে মিলন হোসেন (৪৫)।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমলা থেকে গম নিয়ে পাখিভ্যানে করে মিরপুর বাজারে যাচ্ছিলেন দুই যাত্রী।
পথে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী রফ রফ পরিবহনের যাত্রীবাহি একটি বাস ব্রীজের ওপরে তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লিটন হোসেন মারা যান এবং দুজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। সেই সঙ্গে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক পলিয়ে গেছেন।