কুষ্টিয়ায় বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু !
কুষ্টিয়া সদর উপজেলার ১১নং আব্দালপুর ইউনিয়নে বজ্রপাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, আব্দালপুর গ্রামের বাজার পাড়ার খাদিমুল বিশ্বাস খাদি (৬৫) শুক্রবার সকালে মাঠে যায় এবং দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় বজ্রপাতে তার মৃত্যু হয় ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যু কালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও তার স্ত্রীকে রেখে গেছেন । হঠাৎ আকস্মিক মৃত্যু অনেকে মেনে নিতে পারে নাই। দুর দুরান্ত থেকে বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন ছুটে আসেন এক নজর দেখার জন্য।