কুষ্টিয়ায় নিজ অর্থায়নে রাস্তা মেরামত করে দিলেন এক মেম্বার পদপ্রার্থী
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মিরপুর স্কুল পাড়ার রাস্তাটি চলাচলের জন্য অনুপোযোগী হাওয়াই নিজ ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শাজাহান ডাক্তারের ছেলে মোঃ আবু ইছা নিজের ব্যক্তিগত অর্থায়ন থেকে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করে দেয়।
এছাড়াও আবু ইছা নগর সাঁওতা পূর্বপাড়া ইসমাইল শেখ এর বাড়ি থেকে রিয়াজের বাড়ি পর্যন্ত প্রায় ৪০০ মিটার রাস্তা সংস্কার করে দেন বলে জানান স্থানীয় রা।
ইউনিয়নের অন্যান্য রাস্তাঘাটের উন্নয়ন হলেও এখনো উন্নয়ন হয়নি ৬ নং ওয়ার্ডের উত্তর মিরপুর স্কুল পাড়ার মাতেম পাড়ার এই রাস্তাটি। পার্শ্ববর্তী গ্রাম থেকে কুষ্টিয়া শহরে যাওয়ার একমাত্র রাস্তায় এটা।
এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী যাতায়েত করে। এই রাস্তাটি নিয়ে বিপাকে পড়েছিলো স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। রাস্তাটি গ্রীষ্মকাল ও বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু কাদা জমে। তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়ে। যা প্রতিনিয়ত সৃষ্টি করছে জনদুর্ভোগের। রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে।
৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আবু ইছা বলেন গ্রামের মানুষের চলাচলের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে আমি এ ওয়ার্ডের সন্তান হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব মেরামত করে দিয়েছি। এবং আমি যেন জনগণের পাশে
থেকে উন্নয়ন করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
এছাড়াও মোঃ আবু ইছার উন্নয়নমূলক কাজের মধ্যে যুব সমাজের মাঝে খেলাধুলার জন্য ফুটবল জার্সি বিতরণ নগর সাঁওতা পূর্বপাড়া নতুন ঈদগাহ ময়দানের পাশে ধসে যাওয়া রাস্তা মেরামত।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং এ অঞ্চলের মানুষের দিকে তাকিয়ে রাস্তাটি পাকা করার উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।