কুষ্টিয়ায় গমের সাথে গাঁজার চাষ!

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:36 PM, 19 February 2022

কুষ্টিয়ার দৌলতপুরের বেজপুর গ্রামের মৃত আসতুল মন্ডলের ছেলে লুতফর এর বাড়ির পিছনে নিজের আবাদি ফসল গমের ভিতর গাঁজার গাছের চাষ করেছে। এমন সংবাদেরভিত্তিতে শনিবার সকালে পুলিশ অভিযান পরিচালনা করে গরমে জমিতে থেকে ১০৩ টি গাঁজার গাছ উদ্ধার করেছে।

এ বিষয়ে লুৎফরের ছেলে জানান, আমার বাবাকে অনেক আগে থেকে বলেছি গমের ভিতরে থাকা গাঁজার গাছ গুলো ছোট থাকতে কেটে ফেলতে কিন্তু সে আমার কথায় কর্নপাত করেনি।

এ বিষয়ে দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি লুতফুর তার আবাদি জমিতে গমের সাথে গাঁজার চাষ করেছে ।

এমন সংবাদে ভিত্তিতে শনিবার সকালে অভিযান পরিচালনা করে ১০৩ টি গাঁজার গাছ ও তার কাছে থাকা ৫০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে মাদক আইনে থানায় মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন :