কুষ্টিয়ায় এ্যাম্বুলেস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত
কুষ্টিয়ায় এ্যাম্বুলেস ও বিএডিসির বীজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩ টায় কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ইবি থানার লক্ষীপুরের ১১ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, পাবনা মানসিক হাসপাতাল থেকে রোগী সুস্থ করে এ্যাম্বুলেন্সযোগে নড়াইলের লোহাগাড়ায় নিজ বাড়ীতে ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী বিএডিসির বীজবাহী ট্রাকের সাথে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।