কুষ্টিয়ার মিরপুর পাইলট হাইস্কুলের মৃত্যুর মিছিলে ৬ শিক্ষক


কুষ্টিয়ার মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অনেকের প্রিয় শ্রদ্ধা ভাজন ৬ শিক্ষক চাকুরী থেকে অবসর গ্রহনের পর জীবন থেকেও পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তাঁরা হলেনঃ সন্তোষ কুমার দে, সন্তোষ কুমার বিশ্বাস, হাজেল উদ্দিন,আব্দুল গণী ও ফজলুর রহমান স্যারের মৃত্যুর মিছিলে নাম উঠেছে নজরুল ইসলামের।
—বাবু সন্তোষ কুমার দে
১৯২৯ সালে কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার খন্দকবাড়ীয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাবু সন্তোষ কুমার দে (৯৩)। পিতার নাম মৃত শরৎ চন্দ্র দে। ব্যাক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক। ১০ জানুয়ারী-২০২২ তিনি ৯৩ বছর বয়সে পরলোক গমন করেন।
—সন্তোষ কুমার বিশ্বাস
—হাজেল উদ্দিন
হাজেল উদ্দিন ১৯৪৬ সালে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে জন্ম গ্রহন করেন। পিতার নাম মৃত ওয়াজেল আলী মোল্লা। তিনি ১৯ মার্চ ১৯৬৮ সালে মিরপুর পাইলট হাইস্কুলে শিক্ষকতা পেশায় যোগদান করেন। ১৭ আগষ্ট ২০০৬ সালে তিনি অবসর গ্রহন করেন। পহেলা মে ২০১৪ সালে হাজেল উদ্দীন না ফেরার দেশে পাড়ি জমান।
—আব্দুল গণী
আব্দুল গণী ১২ নভেম্বর ১৯৪৯ সালে দৌলতপুরের শরিষাডুলী গ্রামে জন্ম গ্রহন করেন। পিতার নাম মৃত জহির উদ্দিন বিশ্বাস।
আব্দুল গণী কুষ্টিয়ার দিনমণি হাইস্কুলে শিক্ষক হিসাবে যোগদানের মধ্যদিয়ে কর্মজীবনের সুচনা করেন। দিনমণি স্কুলের চাকুরী ছেড়ে ১৫ জুন ১৯৭৫ সালে মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। ১১ নভেম্বর-২০০৯ সালে তিনি অবসরে যান।
—নজরুল ইসলাম
নজরুল ইসলাম ৩১ ডিসেম্বর ১৯৪৫ সালে মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগর গ্রামে জন্ম গ্রহন করেন। পিতার নাম মৃত সাদিমন মালিথা।
নজরুল ইসলাম মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে ৪ এপ্রিল ১৯৭০ সালে যোগদান করেন। ৩১ ডিসেম্বর ২০০৫ সালে তিনি চাকুরী থেকে অবসর গ্রহন করেন। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর ৭৪ বছর বয়সে নজরুল ইসলাম পৃথিবীর মায়া সাঙ্গ করে পাড়ী জমান না ফেরার দেশে।
—ফজলুর রহমান