কুষ্টিয়ার ভেড়ামারায় বৃদ্ধকে কুপিয়ে জখম

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:09 PM, 24 September 2021

আজ শুক্রবার সকাল ৯টার সময় ভেড়ামারা রায়টা মহলদারপাড়ায় দূর্বৃত্তদের হামলায় ছবির প্রামানিক নামে ৭২ বছরের এক বৃদ্ধকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত ও হাড়ভাঙ্গা জখম করেছেন বলে জানা যায়। আহত ছবির প্রামানিককে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় রেফার্ড করেছেন। বৃদ্ধার দুই হাত একেবারে ভেঙ্গে গেছে বলে ভুক্তভোগীর লোকজন জানিয়েছেন। এলাকায় এ নিয়ে চরম টানটান উত্তেজনা বিরাজ করছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অন্যায়কারী যেই হোক কাউকে ছাড় দেয়া হবেনা।

আপনার মতামত লিখুন :