কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে ৪ জন মারা গেছেন। আহত হয়েছেন এক গৃহবধূ।
সোমবার বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া মাঠে বজ্রপাত ঘটে কামাল (২৫) ও মহিবুল (২৭) নামে দুই কৃষকের মৃত্যু হয়।
এরা নাটপাড়া গ্রামের আবুজেল ও নুরুর ছেলে। মাঠে কাজ করা অবস্থায় বৃষ্টিপাতের সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে তাদের মৃতদেহ মাঠের লোকজন উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নেয়।
অপরদিকে দুপুর আড়াইটার দিকে চকদৌলতপুর গ্রামের নিজ বাড়িতে বজ্রপাতে নাহারুল ইসলাম (৫০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। তিনি দৌলতপুর থানা বাজারের নৈশ প্রহরী ছিলেন। এসময় আহত হয়েছেন তার স্ত্রী কমেলা খাতুন (৪৫)।
স্থানীয়রা জানায়, নাহারুল ইসলাম ও তার স্ত্রী কমেলা খাতুন নিজ বাড়িতে টিনের ঘরে কাজ করা অবস্থায় বৃষ্টির সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই নাহারুল ইসলামের মৃত্যু হয়। এসময় তার স্ত্রী কমেলা খাতুন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
বজ্রপাতে নিহত অপর একজন হলেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সেনপাড়া গ্রামের ইরাজুল হোসেন।
দৌলতপুর থানার ওসি নিশিকান্ত সরকার বজ্রপাতে চারজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।