কুষ্টিয়াতে বিয়ে বাড়িতে অতিরিক্ত মাংস নষ্ট করার দায়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:20 PM, 07 June 2021

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামে বিয়ে বাড়িতে বরপক্ষের অতিরিক্ত মাংস নষ্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে বলে জানা যায় । আহতদের মধ্যে ৬ জনকে ঐ বরের গাড়িতে করে নিয়ে গিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ( ৭এপ্রিল) সোমবার দুপুর ২ টায় দৌলতপুর উপজেলার ১ নং প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করা হয় বিয়ের প্যান্ডেলসহ আসবাবপত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, দেড় মাস আগে জামালপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে চুমকির সাথে গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের শহিদুলের ছেলে জনির বিয়ে হয়। সোমবার ছেলের পক্ষের লোকজন মেয়ের বাড়িতে আসে তাকে নিয়ে যেতে। দুপুরে খাওয়া-দাওয়ার ফাঁকে অতিরিক্ত মাংস নষ্ট করার দায়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময়ে অন্তত ৭ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় বরের গাড়িতে করে নিয়ে গিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :