কুষ্টিয়া প্রেসক্লাবের মাহবুব-ডাবলু পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:33 PM, 14 September 2021

আসন্ন কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে (২০২১-২০২৩) সামনে রেখে আজ সকালে উপজেলা মোড়স্থ পিপাসু রেস্টুরেন্টে গাজী মাহবুব রহমান – আনিসুজ্জামান ডাবলু পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি কালের কন্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল ইসলাম তারিকের
সভাপতিত্বে মঞ্চে উপস্থিত থেকে অংশগ্রহণমূলক আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি মিজানুর রহমান লাকী, দৈনিক ইত্তেফাকের নিজস্ব সংবাদদাতা মোস্তাফিজুর রহমান মঞ্জু, দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা সিনিয়র সাংবাদিক এম‌ এ রকিব, কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য ও মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জোয়ার্দার, কুষ্টিয়া প্রেসক্লাবের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি গাজী মাহবুব রহমান ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডিবিসি টেলিভিশন ও দৈনিক সমকালের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা। এছাড়া মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন দৈনিক আমার সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল, চ্যানেল টুয়েন্টিফোরের কুষ্টিয়া প্রতিনিধি শরিফ বিশ্বাস, দৈনিক আলোকিত বাংলাদেশের কুষ্টিয়া প্রতিনিধি এম এ আরিফ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহীদি হাসান শিপলু, সময় টিভির কুষ্টিয়া প্রতিনিধি এস এম রাশেদ, যমুনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন হালদার, দৈনিক মাটির পৃথিবীর সম্পাদক এম এ জিহাদ, দৈনিক সূত্রপাতের সম্পাদক আক্তার হোসেন ফিরোজ, এনটিভি কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, দৈনিক কুষ্টিয়ার খবরের স্টাফ রিপোর্টার রিক্তা চৌধুরী প্রমুখ।

প্যানেল পরিচিতি সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় কুষ্টিয়ার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। গাজী মাহবুব রহমান – আনিসুজ্জামান ডাবলু পরিষদের প্যানেল পরিচিতি তুলে ধরেন প্যানেল পরিচিতি সভার সভাপতি তারিকুল ইসলাম তারিক ।

নিম্নে প্যানেল পরিচিতি তুলে ধরা হলো-

সভাপতিঃ দৈ‌নিক আজ‌কের আ‌লো প‌ত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান, সহ-সভাপতিঃ দৈ‌নিক সম‌য়ের কাগ‌জ প‌ত্রিকার সম্পাদক নুরুন্নবী বাবু, সহ-সভাপ‌তিঃ এন‌টি‌ভির কু‌ষ্টিয়া জেলা প্রতি‌নি‌ধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, সাধারণ সম্পাদকঃ দৈ‌নিক আ‌ন্দোলন বাজার প‌ত্রিকার সম্পাদক ও চ‌্যা‌নেল আই কু‌ষ্টিয়া জেলা প্রতি‌নি‌ধি আনিসুজ্জামান ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদকঃ ‌দৈ‌নিক টিচার প‌ত্রিকার সম্পাদক ও চ‌্যা‌নেল টু‌য়ে‌ন্টি‌ফো‌রের কু‌ষ্টিয়া জেলা প্রতি‌নি‌ধি শরিফ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদকঃ দৈ‌নিক কু‌ষ্টিয়ার খবর প‌ত্রিকার সম্পাদক ও যুগান্ত‌রের কু‌ষ্টিয়া জেলা প্রতি‌নি‌ধি আবু মনি জুবায়েদ রিপন, কোষাধ‌্যক্ষঃ দৈ‌নিক আজ‌কের আ‌লো, সাপ্তা‌হিক কু‌ষ্টিয়ার মুখ প‌ত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং দৈ‌নিক খোলা কাগজ ও চ‌্যা‌নেল নাইন কু‌ষ্টিয়া জেলা প্রতি‌নি‌ধি দেবাশীষ দত্ত, দপ্তর সম্পাদকঃ নয়া দিগ‌ন্তের কু‌ষ্টিয়া জেলা প্রতি‌নি‌ধি নুরুল কাদের, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদকঃ প্রথম আলোর নিজস্ব প্রতি‌বেদক তৌহিদী হাসান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদকঃ দৈ‌নিক মা‌টির পৃ‌থিবী প‌ত্রিকার সম্পাদক এম এ জিহাদ। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে থাকছেনঃ- দৈ‌নিক আজ‌কের সুত্রপাত প‌ত্রিকার সম্পাদক আক্তার হোসেন ফিরোজ, ‌একু‌শে টি‌ভির কু‌ষ্টিয়া জেলা প্রতি‌নি‌ধি জহুরুল ইসলাম, দৈ‌নিক আমার সংবা‌দের কু‌ষ্টিয়া জেলা প্রতি‌নি‌ধি নজরুল ইসলাম মুকুল, দৈ‌নিক আ‌লো‌কিত বাংলদে‌শের কু‌ষ্টিয়া জেলা প্রতি‌নি‌ধি এ এইচ এম আরিফ, সময় টে‌লি‌ভিশ‌নের কু‌ষ্টিয়া জেলা প্রতি‌নি‌ধি এস এম রাশেদ, যমুনা টে‌লি‌ভিশ‌নের কু‌ষ্টিয়া জেলা প্রতি‌নি‌ধি মাহাতাব উদ্দিন লালন, দেশ টি‌ভির কু‌ষ্টিয়া জেলা প্রতি‌নি‌ধি নিজাম উদ্দিন,‌ দৈ‌নিক সাগরখালী প‌ত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শামসুন্নাহার ও ডেই‌লি সা‌নের কু‌ষ্টিয়া জেলা প্রতি‌নি‌ধি রেজাউল করিম রেজা।

আপনার মতামত লিখুন :