কুষ্টিয়ায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে জীবন গেল গৃহবধূ রাহেলার
কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামে বিষধর সাপের কামড়ে রাহেলা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হেয়েছে।
শুক্রবার(২৫ সেপ্টেম্বর) ভাদালিয়া গ্রামের ভাদালিয়া পাড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে যান রাহেলা। রাতের ১১ টার সময় ঘরে ঘুমিয়া থাকা অবস্থায় ডান পায়ে সাপ কামুড় দেয়।
পরে শনিবার সকালে(২৬সেপ্টেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাহেনা ভাদালিয়া বাস স্টান্ড পাড়ার মৃত্যু শাম আলীর-স্ত্রী।
মৃত রাহেলার মেয়ে ফাতেমা খাতুন জানান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তাকে দংশন করে। এ সময় আমার মায়ে র চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়। মায়ের ঘরে এসে দেখি তার ডান পায়ে কামড়ের ক্ষত চিহ্ন দেখতে পায়।
পরে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিন নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।