কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের একটি অনুভূতির প্রতীক বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:03 PM, 24 August 2021

একটি নাম, একটি অনুভূতি, একটি মানবতার ঠিকানার নাম বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী। জনহিতকর কাজে উৎসাহিত অনুপ্রাণিত হয়ে তিনি দিন দিন গড়ে তুলেছেন মানুষের মাঝে পাহাড় সমান ভালোবাসা। সদা হাস্যজ্জল সহজেই মানুষকে আকৃষ্ট করতে সক্ষম বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী।

মানবিক চিন্তা চেতনা যার সর্ব শরীরে গেঁথে আছে এলাকাকে মাদক মুক্ত করতে তিনি সর্ব শ্রেনীর মানুষের কাছে বন্ধুর ভুমিকা পালন করে চলেছেন।

প্রবীণ,তরুণ ও যুব সমাজের মধ্যেমনি হয়ে উঠেছেন তিনি।করোনার সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছিলেন অসহায় মানুষের পাশে।খাদ্য সামগ্রী নিয়ে নিজেই ছুটে যান দিন মজুর খেটে খাওয়া অসহায় মানুষদের দ্বারে দ্বারে। ইতিমধ্যেই বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী ফিলিপনগর ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দেখতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাঁড়া দেখা দিয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই বইতে শুরু করেছে এখন নির্বাচনী হাওয়া।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩ নং ফিলিপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অনেকটাই জনপ্রিয়তার শীর্ষে নৌকার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী।

ইউনিয়নের আওয়ামীলীগের বেশীরভাগ নেতা কর্মী, প্রবীণ,তরুন ,যুবক,ছাত্র,সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন রয়েছে এই প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী।

আপনার মতামত লিখুন :