কুষ্টিয়ায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
শাহীন আলম লিটনঃকুষ্টিয়ায় সদর উপজেলার বটতৈল এলাকায় ট্রাকচাপায় শাহেদ আলী (৪০) নামে ব্যাটারিচালিত ভ্যানের এক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল সোয়া ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহেদ কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মুরগি বোঝাই ব্যাটারিচালিত ভ্যান নিয়ে কুষ্টিয়া শহরের দিকে আসছিলেন শাহেদ। পথে বটতৈল এলাকায় এলে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই শাহেদের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহযোগী (হেলপার) পলাতক রয়েছেন।