কলঙ্ক
জল যদি কালো হয় কলঙ্কও কালো
চাঁদেরও কলঙ্ক আছে –
তবুও দেয় আলো।
ফুলের যদি সুভাষ থাকে, সে ফুল ভালো
সুগন্ধি বিলিয়ে মন করে আলো,
মানুষের কলঙ্ক হলে সমাজ ছাড়তে হয়
দিঘির কালো জলে হৃদয় শীতল হয়।
মেঘ যদি কাল হলে চারদিক অন্ধকার
ঝিরিঝিরি বৃষ্টির ছন্দে মন ভালো হয়
মনের খোঁজ খবর রাখা বড়ই দায়
মনের কলঙ্ক মোছা নাহি যায়।
লেখকঃহাওলাদার বেলাল