করোনা চিকিৎসার টাকা না থাকায় গাংনীতে মৃত্যুরকোলে প্রতিবন্ধী কিশোর

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:30 PM, 01 August 2021

ব্যায়বহুল করোনা চিকিৎসার অর্থ জোগাড় করতে না পেরে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয় প্রতিবন্ধী কিশোর আরিফুল ইসলামের (১৭)। এর কয়েক ঘন্টার মধ্যে তীব্র শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুরকোলে ঢলে পড়ে।আজ রোববার দুপুরে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার দুলর্ভপুর গ্রামে।

শারীরিক প্রতিবন্ধী আরিফুল ইসলাম দুলর্ভপুর গ্রামের দিনমজুর জালাল উদ্দীনের ছেলে। মেহেরপুর জেলা ছাত্রলীগের কোডিভ-১৯ স্বেচ্ছাসেবক ইউনিট আরিফুলের দাফন-কাফন সম্পন্ন করেছে।

করোনা আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন আরিফুল ইসলাম।

আরিফুলের মা ফাতেমা খাতুন জানান, প্রতিদিন অনেক টাকার ইনজেকশন কিনতে হয়েছে। যা দিনমজুর পরিবারের পক্ষে সম্ভব হচ্ছিলো না। রোববার সকাল থেকে আরিফুলের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি ছিল। অপরদিকে চিকিৎসা খরচ মেটানো সম্ভব নয় তাই বাড়িতে নিয়ে আসা হয়।

আপনার মতামত লিখুন :