করেনার ৪র্থ চালানের সিনো ফার্ম ভ্যাকসিন পৌঁছেছে মেহেরপুরে
মেহেরপুরে করেনা প্রতিরোধে ৪র্থ চালানের সিনো ফার্ম ভ্যাকসিন পৌঁছেছে। সোমবার সকালের দিকে বিশেষ ব্যবস্থায় এসকল ভ্যাকসিন মেহেরপুরে পৌঁছানো হয়।
সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন ভ্যাকসিন গ্রহণ করেন। সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান ৪র্থ চালানে মোট ১০ হাজার ৪শ ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, দ্বিতীয় ডোজ যাদের বাকি রয়েছে তাদের ছাড়াও অনলাইনের মাধ্যমে আবেদনের পরিপ্রেক্ষিতে ভ্যাকসিন প্রদান করা হবে। মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে আবেদন করা যাবে। ভ্যাকসিন গ্রহণের সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, ইনেসপেক্টর আব্দুল আউয়াল, ইপিআই সুপার আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।