“কথা বলি আল্পনার সাথে”
আজো প্রকৃতির নিয়মে চলছে পৃথিবীর সব
চলছে চন্দ্র- সূর্য আকাশের তারা উল্কা
নিয়ম মাফিক পরিবর্তন হচ্ছে ঋতু
পরিবর্তন নেই তোমার আমার।
রয়েছো দুর বহু দুর কতো দুর জানিনা
কতো কথা জমে আছে আজো,
তোমায় বলার, অভিমান ভুলে আসো
ভেসে বেড়াই মেঘের ভেলায়-
নীল নীলিমায় আঁকি আলপনা;
চলো যাই কথা বলি আল্পনার সাথে
বলি জীবনের সকল দুঃখ-সুখের কথা!
জীবন কি বলো,কখনো কথা বলেছে?
জীবনের অস্পষ্ট স্বাদ অনুভব করেছো?
অনুভুতিহীন দুনিয়ায় দাম নেই
পাবেনা জীবনের স্বাদ-
বেশামাল পৃথিবীতে কখনো কি খুঁজে
দেখেছো জীবনের স্বাদ?
কোনো কিছুরই দরকার নাই
চলো ভালোবাসি থাকি কাছাকাছি
লেনাদেনা ভুলে একসাথে চলি!
লেখকঃহাওলাদার বেলাল