কঠোর বিধিনিষেধ বাড়ল আরও ৭ দিন
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে (১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত) প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
দেশে করোনার সংক্রমণ ও এতে মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় ১ জুলাই থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। ৭ জুলাই মধ্যরাতে তা শেষ হবে। এখন আরও এক সপ্তাহ কঠোর বিধিনিষেধ বেড়ে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত হবে।
মেহেরপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এ বিষয়ে বলেন, দ্বিতীয় মেয়াদে কঠোর লকডাউন প্রথম সপ্তাহের ন্যায় দ্বিতীয় সপ্তাহ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাঁচাবাজার, মুদিখানার দোকান এবং সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হোটেল রেস্তোরা খোলা রাখা যাবে, তবে হোটেলে বসে খাবার ব্যবস্থা করা যাবে না। জেলা প্রশাসক বলেন পূর্বের ন্যায় মেহেরপুরের সাপ্তাহিক হাট বন্ধ থাকবে।