ওয়েভ ফাউন্ডেশন বারাদী শাখার আয়োজনে গাভী পালন উপকরণ বিতরণ
মেহেরপুর সদরের বারাদীতে ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজনে উত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করণের মাধ্যমে গাভী পালন প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টার সময় ওয়েভ ফাউন্ডেশন বারাদী শাখার অফিস কক্ষে ৫ জন সদস্যের মাঝে বাছুরের খাদ্য, ঔষধ, নান্দা ইত্যাদি উপকরন ও মাথা পিছু নগদ ৬০০০ টাকা বিতরন করা হয়। ২০১৫ সাল থেকে প্রকল্পটি শুরু হয়ে এ পর্যন্ত ৯১ পরিবারের মাঝে এ সকল উপকরন বিতরণ করা হয় । ইউনিট ম্যানেজার লিটন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সহ সমন্বয়কারী, বিশেষ অতিথি ডাঃ তুহিন মিয়া প্রাণিসম্পদ কর্মকর্তা, আরো উপস্থিত ছিলেন মোঃ আমিরুল ইসলাম এরিয়া সমন্বয়কারী,
রেহেনা খাতুন হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা, উজ্জল হোসেন প্যারাভেট ( শিপ ফার্ম), আঙ্গুর আলী পিও (টেক)।