ওয়াল্টন প্লাজা বামন্দী শাখার উদ্যোগে ওয়ালটন ডে পালিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:43 PM, 20 March 2021

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে ওয়ালটন প্লাজার দুই যুগপূর্তিতে ওয়ালটন ডে পালিত করেছে বামন্দী শাখা। দুইযুগ আগে আজকের এই দিনে বাংলাদেশী টেক জায়ান্ট ওয়াল্টনের পথচলা শুরু হয়। কোটি মানুষের অকৃত্রিম ভালবাসায় বাংলাদেশসহ বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড ওয়াল্টনের দুই যুগ পুর্তিতে শনিবার বেলা ১১ টায় বামন্দী ওয়াল্টন প্লাজা শো রুমে ওয়াল্টন ডে পালিত হয়। কর্মসূচির শুরুতেই ওয়াল্টন শোরুমের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সন্ধ্যায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াল্টন প্লাজার বামন্দী শাখার ম্যানেজার মেহেদী হাসান সম্পদ, বামন্দী বাজার কমিটির সভাপতি আশরাফুল হক বাবু, বামন্দী পলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের মোল্লা, ডিলার রেজানুল হক, সাহাজুল ইসলাম,
সেল্স এক্সিকিউটিভ তোফাজ্জেল হোসেন প্রমূখ।

আপনার মতামত লিখুন :