এয়ারপোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
মেহেরপুরের গাংনীতে রনি নামের এক ব্যক্তি ঢাকা এয়ারপোর্টে ড্রাইভারের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শ্রমিক নেতা মনিরুজ্জামান মনি অভিযোগ তুলে বলেন, উপজেলার বামন্দি ইউনিয়নের ঝোড়াঘাট গ্রামের ফজলুল হকের ছেলে রনি(৩৫) মোটর শ্রমিকদের ২৪ জন ড্রাইভারকে ঢাকা এয়ারপোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগী ড্রাইভাররা রনির বাড়িতে গিয়ে কোনো সুরাহা করতে না পেরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রতারক রনি সৌদি আরবে পাঠানোর নামে ঝোড়াঘাট গ্রামের ইছারউদ্দিনের ছেলে রাজ্জাকের নিকট থেকে ৫ লক্ষ ৮০ টাকা এবং মালয়শিয়াতে পাঠানোর নামে একই গ্রামের মোফাজ্জেল হকের ছেলে চঞ্চলের নিকট থেকে ৪ লক্ষ ২৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করে ভুক্তভোগীরা।
তারাও আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
এ প্রতারক চক্রের সদস্য হিসেবে বামন্দি বাসস্ট্যান্ড পাড়ার শাহজাহান আলী ছেলে টুটুল (৩৮), তেরাইল গ্রামের জাহাঙ্গীর আলী, জহুরুল ইসলাম ও জোড়পুকুরিয়া গ্রামের সাহার আলি নাম উঠে এসেছে।
এলাকাবাসী প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, প্রতারণার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।