ইসলামী ব্যাংক এজেন্ট শাখার শুভ উদ্বোধন
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার ১২ টায় দৌলতপুর বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া বাজারে এই এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাহফুজুর রহমান
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার মোঃ শহিদুল ইসলাম
অনুষ্ঠানে মোস্তফা কামাল মাষ্টারের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ভেড়ামারা শাখার ম্যানেজার মোঃ আব্দুস সাত্তার, বাবুল হোসেন ইনচার্জ শ্যামপুর পুলিশ ক্যাম্প।
এ সময় উপস্থিত ছিলেন, নাটনাপাড়া এজেন্ট ব্যাংকিং এজেন্টের প্রতিনিধি সোহেল আহমেদ,শাহীনুর আক্তারসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মালেক জিহাদী।