ইবিতে ২২ ফেব্রুয়ারি হতে সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু
ওমিক্রনের প্রাদুর্ভাব সারাদেশে বর্তমানে দুর্বল হওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি হতে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষাসমূহ শুরু হবে। করোনার প্রাদুর্ভাবের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী গত ২২ জানুয়ারি হতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছিল।