“আসুন সবাই গাছ লাগাই সবুজ রঙে পৃথিবী সাজাই”

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:59 PM, 25 September 2020

আজ ২৫ শে সেপ্টেম্বর ২০২০ খ্রি. শুক্রবার ‘একটু পাশে দাঁড়াই’ গাংনী উপজেলার নবগঠিত কমিটির আয়োজনে,শুরু হয়েছে বৃক্ষ রোপন অভিজান-২০২০।
‘একটু পাশে দাঁড়াই’ গাংনী উপজেলার সভাপতি মো: আব্দুল্লাহ আল হাসান (শাওন) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: রেজাওয়ানুল হক ইমন এর পরিচালনায় গাংনী উপজেলা কে সবুজ রঙে সাজিয়ে মানুষের বেচে থাকার জন্য অত্যান্ত জরুরী অক্সিজেনের ভান্ডার কে সমৃদ্ধ করার চেষ্টায় গাংনীতে শতাধিক গাছ লাগিয়ে বৃক্ষরোপন অভিজানের উদ্ভোদন করা হয় এবং মাস ব্যাপি পর্যায়ক্রমে ৫ শতাধিক গাছ লাগানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
আমাদের সকল মানবিক কাজ হোক মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায়।
‘মানবতার জয় হোক’

 

তথ্য ও ছবিঃ পারভেজ পাভেল তপন

আপনার মতামত লিখুন :