আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে সাধারণ সভা
আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে মেহেরপুরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ মঙ্গলবার হরিসভা মন্দির প্রাঙ্গনে মেহেরপুর পূজা উদযাপন পরিষদের এয়াজনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সাধারন সভার শুরুতে গীতা থেকে পাঠ করেন ম্রী বাপ্পি কুমার ।
বাবু কিশোর কুমার পাত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী শ্বাশত নিপ্পন, মুজিবনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার কর্মকার, হরিসভা মন্দিরের সভাপতি ডাঃ অলোক কুমার, মেহেরপুর জেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী কাজল দত্ত, মহা শ্মশানের সাধারণ সম্পাদক শ্রী তপন সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য এড, মিনা পাল, নায়েব বাড়ী মন্দির কমিটির সভাপতি চিত্ত রঞ্জন সাহা, গাংনী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুসান্ত পাত্র, মুজিবনগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রদীপ কুমার পাল, দিজেন্দ্রনাথ বিশ্বাস নাড়ু প্রমুখ।