আসন্ন গাংনী পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীক কে বিজয়ী করার লক্ষ্যে বিএন পির মতবিনিময় সভা
আগামী ১৬ ই জানুয়ারি -২০২১ আসন্ন গাংনী পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী গাংনী পৌর নির্বাচনে,বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবলুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে গাংনী পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবলুর বাসভবনের সামনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব মাসুদ অরুন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, গাংনী পৌর বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুরাদ আলি, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসাইন সাধারণ সম্পাদক সহ রাজনৈতিক নেতাকর্মী নেতাকর্মী উপস্থিত ছিলেন সঞ্চালনায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসন মেঘলা।